
সায়েদুর রহমান রাসেল, ডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারে রমজানে দ্রব্য মূলের দাম ও মান নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী মেজিস্ট্রট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান।
বৃহস্পতিবার (২৩/৩/২৩) ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুসারে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন।
মূল্য তালিকা না থাকায় ৩ টি ও মেয়াদোত্তীর্ন পণ্য থাকায় ১ টি সহ মোট ৪ টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা সহ বিক্রেতাদের উদ্দেশ্যে সর্তকতার নির্দেশ দিয়েছেন। মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করা হয়েছে।
মাহমুদা জাহান জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণে কাজ করছেন তিনি ও পুরো রমজানে এ অভিযান অব্যহত থাকবে।
এখানে আপনার মন্তব্য রেখে যান