নবীনগরে ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত

Published by

on

কয়েস আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশকে অগ্নি নির্বাপন প্রশিক্ষণ দিচ্ছে নবীনগর ফায়ার সার্ভিস স্টেশন এন্ড সিভিল ডিফেন্স ইউনিট।

প্রশিক্ষক হিসাবে দ্বায়িত্ব পালন করেন স্টেশন অফিসার দেবব্রত সরকার, মোঃ মোকাদ্দস ভূইয়া, মোঃ জাকির হোসেন, কামরুজ্জামান সুমন, রিয়াজ আহমেদ ও আবুল কালাম।

এতে প্রশিক্ষণ নেন নবীনগর থানার এস আই সাইফুদ্দিন শাওন, এস আই এমরান হোসেন, এস আই মনিরুল ইসলাম (১), এস আই মনিরুল ইসলাম (২), এস আই মান্নান, এস আই ময়নাল, এ এস আই আরেফিন জাহান, এ এস আই জহিরুল, এ এস আই সাজ্জাদ, এ এস আই কাউসার।

দেবব্রত সরকার বলেন, মানুষের নিরাপত্তায় বদ্ধপরিকর বাংলাদেশ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীগণ।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন