
জান্নাতুল সাফি, বিশেষ প্রতিনিধি: নবীনগর পৌরসভার ২নং ওয়ার্ডে অবস্থিত রেসিডেন্সিয়াল মডেল স্কুলের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার সম্মানিত মেয়র এডভোকেট শিব শংকর দাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা জনাব মোহাম্মদ জামাল উদ্দিন, রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অর্থ পরিচালক জনাব মোঃ সহিদ উল্লাহ সরকার, রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক জনাব রাশেদুল ইসলাম,রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক জনাবা মিনারা বেগম সহ উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ উপস্থিত ছিলেন।
এখানে আপনার মন্তব্য রেখে যান