নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন এমপি বুলবুল ও মেয়র শিব শংকর

Published by

on

সঞ্জয় শীল, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার নির্বাচনি প্রচারকালিন সময়ে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন মো: এবাদুল করিম বুলবুল এমপি ও পৌর মেয়র শিব শংকর দাশ।
শনিবার (১-৪-২০২৩) সকালে নবীনগর কেন্দ্রীয় কবরস্থানের বেড়িবাঁধ, কেন্দ্রীয় মহাশশ্মানের রাস্তা ও ভোলাচং কেন্দ্রীয় কবরস্থানে সীমানা প্রাচীর নির্মাণে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে কাজের উদ্ভোধন করলেন মেয়র এড. শিব শংকর দাশ।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো : নাছির উদ্দিন, স্থানীয় পৌর কমিশনার গনি চান মকসুদ (৩ নং ওয়ার্ড), আবু সাইদ ( ৪ নং ওয়ার্ড), কবরস্থান ও মহাশ্মশান কমিটির সদস্য সহ স্থানীয় বাসিন্দারা।

মেয়র শিব শংকর দাশ বলেন, আমার পৌরসভা নির্বাচনি প্রচারকালিন সময়ে জনগনের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এম পি এবাদুল করিম বুলবুল মহোদয় এই কাজ বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন। আজ এমপি মহোদয়ের প্রচেষ্টা ও পৌরসভার বাজেটে এই কাজের উদ্ভোধন করা হয়।

জেলা পরিষদ সদস্য নাছির উদ্দিন বলেন, এম পি মহোদয় ও পৌর মেয়রের প্রচেষ্টায় খুব দ্রুত এ কাজ দৃশ্যমান হবে ইনশাআল্লাহ।

সরেজমিনে গিয়ে জানা যায়, নবীনগর কেন্দ্রীয় কবরস্থানটি বেড়িবাঁধের অভাবে প্রতিবছর বর্ষায় ভেঙে যেতো, প্রায় একশত বছর ধরে রাস্তার অভাবে অবহেলিত নবীনগর কেন্দ্রীয় মহাশশ্মান যেটিতে বর্ষাকালে লাশ ( শব) কাধে করে সাঁতার কেটে নিয়ে যেতে হতো ও সীমানা প্রাচীরের অভাবে অরক্ষিত ভোলাচং কেন্দ্রীয় কবরস্থানটি ছিলো।

দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এতে খুশি নবীনগরের স্থানীয় বাসিন্দারা। এসময় প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন