
সঞ্জয় শীল, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পবিত্র মাহে রমজানে সাংবাদিক ঐক্য পরিষদের সংবাদকর্মীদের সাথে আলাপকালে উপজেলা চেয়ারম্যানমোঃ মনিরুজ্জামান মনির জানান, মোঃ এবাদুল করিম বুলবুল এমপি মহোদয়ের প্রচেষ্টায় ও সকলের সহযোগিতায় নবীনগর এখন প্রায় দাঙ্গা মুক্ত।
রবিবার (০২/০৪/২৩) সকালে সংবাদকর্মীদের সাথে মত বিনিময়কালে এ কথা জানান।
উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির আরো জানান, নবীনগরের দাঙ্গা নিয়ে সারাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ট্রল করা হয়েছে তা নবীনগরবাসীর জন্য লজ্জাজনক। বিগত সময়ে অনেকে নবীনগরের দাঙ্গা নিরসনে চেষ্টা করলেও তেমন সফলতা আসেনি। মোঃ এবাদুল করিম বুলবুল মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টা ও দাঙ্গা প্রবণ গুটি কয়েক এলাকাকে চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহনে নবীনগর আজ দাঙ্গা মুক্ত ।
সংবাদকর্মী কয়েছ আহমেদ বেপারির এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা বিশ্বব্যাপি করোনা পরিস্থিতির ভয়াবহতার কারনে শুধু নবীনগর নয় সারা বিশ্ব পিছিয়ে গিয়েছিল। করোনা না থাকলে এমপি মহোদয় নবীনগরকে একটি মডেল উপজেলা হিসেবে আরো আগেই হয়ে যেতো।
সংবাদকর্মী সায়েদুর রহমান রাসেলের প্রশ্নের জবাবে তিনি বলেন, এমপি মহোদয়কে শুধু শিক্ষাক্ষেত্রেই ভূমিকা রাখেনি, সন্ত্রাস, মাদক, দাঙ্গা মুক্ত একটি মডেল উপজেলা নির্মানে এবং স্ব্যাস্থ খাতে ব্যাপক উন্নয়ণ করেছেন।
সংবাদকর্মী জান্নাতুল সাফি’র প্রশ্নের জবাবে তিনি বলেন, এমপি মহোদয় প্রচারবিমুখ হওয়ায় অনেক কাজ আড়ালে চলে গেছে।
সংবাদকর্মী মেহেদী খোকার প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু জমি সংক্রান্ত জটিলতায় মেগা প্রজেক্ট উদ্ভোধনে বিলম্ব হচ্ছে। ইনশাআল্লাহ অচিরেই এগুলো উদ্ভোধন হলে নবীনগরের মানুষের ভাগ্য বদলে যাবে।
এখানে আপনার মন্তব্য রেখে যান