জনপ্রতিনিধিদের একতায় আশার আলো দেখছেন নবীনগরবাসী

Published by

on

সঞ্জয় শীল, স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মো: এবাদুল করিম বুলবুল এমপি, পৌর মেয়র এড. শিব শংকর দাশ, উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন সাদেকের একতায় আশার আলো দেখছেন নবীনগরবাসী।

ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ও সাংবাদিক ঐক্য পরিষদের যৌথ অংশ গ্রহনে নবীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে এ তথ্য উঠে আসে। নবীনগর উপজেলার স্থানীয় সরকারের চেয়ারম্যান-মেম্বাররা মো: এবাদুল করিম বুলবুল এমপির ডাকে সাড়া দিয়ে আসছেন বলে এ সময় তথ্য উঠে আসে।

পৌর এলাকার আহাদ মিয়া বলেন, এটা বাংলাদেশের ইতিহাস। আমরা চাই সুন্দর নবীনগর।

ইব্রাহিমপুর ইউপির কুদ্দুস মিয়া বলেন, বাংলাদেশের মধ্যে একমাত্র নবীনগর ছাড়া কোথাও এমপি, চেয়ারম্যান, মেয়রদের এমন মিল নেই।

বীরগাঁও ইউপির হাবিবুর রহমান বলেন, উনাদের একতা আমাদের জন্য গর্বের ব্যাপার। আমি আশা উনারা সবাই মিলে নবীনগরে অভাবনীয় উন্নয়ন বয়ে আনবেন।

মেয়র এড. শিব শংকর দাশ বলেন, নবীনগরের মাটি ও মানুষের উন্নয়নে আমরা এক হয়ে কাজ করে যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির বলেন, মো: এবাদুল করিম বুলবুল এমপি মহোদয়ের হাত ধরে ইনশাআল্লাহ আমরা নবীনগরবাসীর কল্যানে সব সময় কাজ করে যাবো।

জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন বলেন, আমাদের ঐক্যই আমাদের শক্তি। জনগনের কল্যানে সকলে মিলে মো: এবাদুল করিম বুলবুল মহোদয়ের হাত ধরে এগিয়ে যেতে চাই।

উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সাদেক বলেন, জনগনের বিভিন্ন দাবি দাওয়া পূরণ করে জনগনকে সাথে নিয়ে স্মার্ট বাংলাদেশ হিসেবে আমরা নবীনগরবাসী পুরো বাংলাদেশের মধ্যে প্রথমে হবো।

ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ও সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সঞ্জয় শীল, কয়েছ আহমেদ বেপারি, জান্নাতুল সাফি, রেজাউল হক রহমত, এটিএম হাবিবুল্লাহ, সৈকত শাহরিয়ার লেলিন, আল-আমিন মোল্লা, মেহেদী হাসান খোকা, সায়েদুর রাসেল, মো: মাহবুব আলম সরে জমিনে ঘুরে এ সব তথ্য সংগ্রহ করেন।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন