নবীনগর সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ

Published by

on

সঞ্জয় শীল, স্টাফ রিপোর্টার :ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিক ঐক্য পরিষদ নবীনগর উপজেলা শাখার পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে ইফতার (বিরানি) বিতরণ করা হয়েছে।

বুধবার (০৫/০৪/২৩) ইফতারের পূর্বে নবীনগর সমবায় মার্কেটের সামনে, লঞ্চঘাটে, থানার সামনে ও উপজেলা পরিষদের গেইটের সামনে হত-দরিদ্র ও অসহায় সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

এ সময় সাংবাদিক ঐক্য পরিষদের সাংবাদিক ও চিত্রশিল্পী সঞ্জয় শীল, সাংবাদিক চৌধুরী শরীফ রনি, সাংবাদিক কয়েছ আহম্মেদ বেপারি, সাংবাদিক সৈকত শাহরিয়ার লেলিন, সাংবাদিক  সৈয়দ রুহুল আমিন চিশতী, সাংবাদিক মোঃ রেজাউল হক রহমত, সাংবাদিক জান্নাতুল সাফি, সাংবাদিক মেহেদী হাসান খোকা, সাংবাদিক মোঃ আল আমিন মোল্লা,  সাংবাদিক মাহবুব আলম,  সাংবাদিক মোঃ হাসান উদ্দিন, সাংবাদিক হিমেল সরকার, সাংবাদিক সায়েদুর রহমান রাসেল, সাংবাদিক মোঃ মামুন খান, সাংবাদিক মোঃ শিশু মিয়া উপস্থিত ছিলেন।

সাংবাদিক কয়েছ আহম্মেদ বেপারি বলেন, সাধারণ মানুষকে মুখরোচক ইফতার করানোর জন্য আমরা ক্ষুদ্র চেষ্টা করেছি।

সাংবাদিক মোঃ রেজাউল হক রহমত বলেন, আমরা সমাজের অবহেলিত মানুষকে নিয়ে পবিত্র মাহে রমজানের ইফতার করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া জানাই।

সাংবাদিক সায়েদুর রহমান রাসেল বলেন,সংগঠনের সাংবাদিক সদস্য মোঃ আতিকুর রহমান আতিক, মোঃ কিবরিয়া সর্দার,মাযহারুল ইসলাম বাদল, মোঃ মাসুম মির্জা, মোহাম্মদ আবদুল্লা দুলাল, সোহেল আহমেদ সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে স্বশরীরে যুক্ত না থাকলেও ইফতার আয়োজনে সার্বিক সহযোগিতা করার জন্য।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন