নবীনগরে চারগ্রাম ঈদগাঁহের ইমাম নিয়োগ হয়েছে

Published by

on

সাংবাদিক আল আমিন মোল্লা: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চারগ্রাম ঈদগাঁহের ইমাম নিয়োগ সমাপ্ত হয়েছে।


শনিবার (৮/০৪/২০২৩) সকাল ১১ টায় ইন্টারভিউ বোর্ডের মাধ্যমে নারায়ণপুর ডি এস কামিল ( এম, এ) মাদরাসার আরবি প্রভাষক মোহাম্মদ কাজী মাসুদুর রহমানকে চারগ্রাম ঈদগাঁহের ইমাম হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।


ইন্টারভিউ বোর্ডে সভাপতিত্ব করেন চারগ্রাম ঈদগাঁ কমিটির সভাপতি নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল হক মানিক ( অবঃ)।


এতে আরো উপস্থিত ছিলেন ঈদগাঁ কমিটির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ শাহাবুদ্দিন, নারায়ণপুর ডি এস কামিল ( এম, এ) মাদরাসা এর প্রিন্সিপাল মোহাম্মদ রফিকুল ইসলাম, ইব্রাহিমপুর মাদরাসার প্রিন্সিপাল মোহাম্মদ এনামুল হক কুতুবি, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোহাম্মদ নুরুজ্জামান, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুন সরকার, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শ্যামলসহ ঈদগাঁ কমিটির অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন