
দেলোয়ার চৌধুরী, সহকারী শিক্ষক, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়:
নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক জীবন ভাই ক্যান্সারে আক্রান্ত। তিনি ঢাকাস্থ ক্যান্সার হাসপাতালের অধীনে চিকিৎসারত। কেমো থেরাপী চলছে। এখন বাড়িতে আছেন। ঈদের পর আবার কেমো নিতে ঢাকা যাবেন। তিনি এখন আর্থিক কষ্টে আছেন। এই ঈদে অনেকেই বাড়িতে আসবেন, অনেকেই অনেক টাকা নানাভাবে খরচ করবেন। এর একটা অংশ যদি উনাকে পৌছে দেওয়া যায় তাহলে উনি হয়ত বাচার চেষ্টা করার সুযোগ পেতেন। তিনি এখন বিদ্যালয়ের উত্তর পাশের ছোট কোয়াটারে বাস করছেন। চাইলে উনার বাসায় সরাসরি গিয়ে সাহায্য পৌছাতে পারেন। নতুবা আমার নিজের বিকাশ নাম্বার 01705123300 এ পাঠাতে পারেন। ১০০, ২০০, ৫০০ বা হাজার, যে যত পারেন। পৌছে দিব ইনশাআল্লাহ।
আসুন জীবন ভাইকে বাঁচতে সহযোগিতা করি। বাকিটা আল্লাহর ইচ্ছা।
এখানে আপনার মন্তব্য রেখে যান