নবীনগরে উপজেলা জাকের পার্টির ইফতার মাহফিল ও মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরিফের মিশন সভা অনুষ্ঠিত

Published by

on

রেজাউল হক রহমত, বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা জাকের পার্টির  ইফতার মাহফিল ও মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরিফের মিশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল ২০২৩) নবীনগরের নারায়নপুরে মুফতি মোঃ কবির হোসেনের বাড়িতে উক্ত ইফতার মাহফিল ও মিশন সভাটি সম্পন্ন হয়েছে।


উক্ত সভায় মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি ব্রাক্ষণবাড়ীয়া জেলার সভাপতি ও কুমিল্লা সাংগঠনিক বিভাগের  সভাপতি ও অতিরিক্ত মহাসচিব জননেতা  মোঃ সেলিম কবির।
মিশনের সদস্য হিসেবে ছিলেন খাদেম আলমগীর শাহ্ – সাধারন সম্পাদক ব্রাহ্মণবাড়ীয়া জেলা জাকের পার্টি, আলহাজ্ব হযরত মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী – সভাপতি চট্রগ্রাম সাংগঠনিক বিভাগ ও ব্রাহ্মণবাড়ীয়া জেলা, মোঃ জামশেদ চৌধুরী – সহ সভাপতি ব্রাহ্মণবাড়ীয়া জেলা।


সভায় সভাপতিত্ব করেন  মোঃ কবির হোসেন – সভাপতি জাকের পার্টি নবীনগর উপজেলা। এতে আরো উপস্থিত ছিলেন হাজী মোঃ ঈদন মিয়া – সভাপতি  জাকের পার্টি নবীনগর পৌরশাখা, মোঃ বাহার মিয়া – সাধারন সম্পাদক নবীনগর পৌরশাখা, মোঃ আমির হোসেন বাবুল- সাংগঠনিক সম্পাদক জাকের পার্টি নবীনগর উপজেলা শাখা, মোঃ রেজাউল হক রহমত – সহ সভাপতি জাকের পার্টি নবীনগর উপজেলা শাখা, মোঃ সুমন খা – সাংগঠনিক সম্পাদক জাকের পার্টি নবীনগর পৌরশাখা, মোঃ টিপু সুলতান – সহ সভাপতি জাকের পার্টি নবীনগর পৌরশাখা,  মোঃ আজম সরকার -যুগ্মসাধারন সম্পাদক জাকের পার্টি নবীনগর উপজেলা শাখা,  মোঃ নুরুল ইসলাম – সভাপতি শ্রীরামপুর ইউনিয়ন জাকের পার্টি, মোঃ হারু মিয়া – সভাপতি শ্যামগ্রাম ইউনিয়ন জাকের পার্টি, মোঃ রুবেল মিয়া – আপ্যায়ন সম্পাদক জাকের পার্টি কাতার শাখা,  মোঃ আব্দুল মালেক, জাকির হোসেন, মানিক মিয়া, মোঃ গরীবে নেওয়াজ খান টোকন,  সাবেক সভাপতি জাকের পার্টি নবীনগর পৌরশাখা।


   জাকের পার্টি মহিলা ফ্রন্টের সভানেত্রী মরিয়ম বেগম, সাধারণ সম্পাদীক মাহীনুর বেগম, পৌর মহিলা ফ্রন্টের সভানেত্রী ও সাধারন সম্পাদিকা ওমহীলা ফ্রন্টের নেত্রী সহ বিভিন্ন ইউনিয়ন  ওয়ার্ডের জাকেরান আশেকান  ।


  মিশন প্রধান ওনার বক্তব্যে বলেন জাকের পার্টি এখন শক্তিশালী একটি দল। এখন আপনারা ঘরে বসে থাকার সময় নয়। জাকের পার্টি চেয়ারম্যানের স্যারের প্রতিটি কথা এখন অক্ষরে অক্ষরে প্রতিফলিত হচ্ছে। এই সরকারের পরে যে দল ক্ষমতায় আসবে সে দল হল জাকের পার্টি। জাকের পার্টি আল্লাহর দল। জাকের পার্টি হেজবুল্লাহ এই পার্টি এর বিজয় সু নিশ্চিত। এমন কোনো মায়ের সন্তান নেই যে জাকের পার্টিকে আটকাবে। দুদিন আগে হোক আর পরে হোক জাকের পার্টি ক্ষমতায় যাবেই।


  খাদেম আলমগির খা বলেন, কার খাও আর কার গুণগাও বুঝা যাবে হিসাবের বেলায়।
  মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী বলেন আপনারা জাকের পার্টি চেয়ারম্যান স্যার কে চিনেন না। যদি চিনতেন  সর্বক্ষণ স্যারের কদমেই থাকতেন।


  জমশেদ চৌধুরী বলেন, জাকের পার্টি করবেন না! বিপদ থেকে বাচতে হলে জাকের পার্টি করতে হবেই।
  সভাপতি তার সমাপনী বক্তিতায় সকল কে জাকের পার্টির পতাকা তলে আসার আহব্বান জানান ও মহা পবিত্র ফাতেহা শরিফে সকল কে যাওয়ার অনুরোধ করে সভার সমাপ্তি ঘোষনা করেন।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন