নবীনগরে ২০ কেজি গাঁজা সহ গ্রেফতার ৪

Published by

on

সঞ্জয় শীল, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লাউর ফতেহপুর ইউপির টানচারা এলাকা থেকে ৩ নারীসহ ৪ জনকে ২০ কেজি গাঁজা সহ গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩/০৪/২০২৩) ভোরে এস আই আব্দুল হান্নান, এস আই মহিউদ্দিন পাটওয়ারি ও এ এস আই জহিরুল ইসলামের নিয়মিত টহলের সময় গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ১। আমির হোসেন (২২), ২। লাকী (২৪), ৩। নুরজাহান ওরফে তানজিনা ওরফে তানিয়া ওরফে বৃষ্টি (১৯), ৪। হিরামনি (২২)।

অফিসার ইনচার্জ ( ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার জানান, নবীনগরকে মাদক মুক্ত রাখতে নিয়মিত টহল দিয়ে যাচ্ছে নবীনগর থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় ৩ জন নারীসহ ১ জন পুরুষকে ২০ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন