
রেজাউল হক রহমত, নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: সারা দেশের মত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জাকের পার্টির চেয়ারম্যানের হুকুমে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে ইমামের দ্বায়িত্ব পালন করেন মাওলানা মুফতী মোঃ আবু ছায়েদ গোপালপুরি।
জামাতে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা জাকের পার্টির সভাপতি মুফতি মোঃ কবির হোসেন, সাধারন সম্পাদক মোঃ জামশেদ চৌদুরী।
পৌর জাকের পার্টির সভাপতি হাজি মোঃ ঈদন মিয়া, সাধারন সম্পাদক মোঃ বাহার মিয়া।
উপজেলা জাকের পার্টির সহ সভাপতি মোঃ রেজাউল হক রহমত, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন বাবুল।
পৌর জাকের পার্টির সহ সভাপতি মোঃ টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন খা।
শ্রীরামপুর ইউনিয়ন জাকের পার্টি সভাপতি মোঃ নিরুল ইসলাম, কাতার শাখা জাকের পার্টির আপ্যায়ন সম্পাদক মোঃ রুবেল মিয়াসহ অন্যান্যরা।
নামাজ শেষে পাক কালাম ফাতেহা শরিফ পরে খাজা বাবার রৌজা শরিফ জিয়ারত করা হয় ও বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। মহা পবিত্র ফাতেহা শরিফে নবীনগর উপজেলা হতে বিশ (২০) টি বাস কাফেলা নিয়ে ফাতেহা শরিফের হাজিরা দিতে জাকেরান আশেকানদের অনুরোধ জানান। নামাজ শেষে সকল মুসুল্লিদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।
এখানে আপনার মন্তব্য রেখে যান