নবীনগরে রাধিকা সড়কের পিচ ঢালাই এর কাজ উদ্বোধন করলেন এমপি

Published by

on

রেজাউল হক রহমত, বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নারুই গ্রামে নবীনগর টু ব্রাহ্মণাড়িয়ার রাধিকা-মহেশ রোডের পিচ ঢালাই কাজের উদ্বোধন করলেন এবাদুল করিম বুলবুল এমপি।

শুক্রবার ( ১২/০৫/২৩) সকাল ১০ ঘটিকায় নবীনগরের বহুকাঙ্ক্ষিত সড়কের পিচ ঢালাই কাজের উদ্বোধন করা হয়।

এবাদুল করিম বুলবুল এমপি বলেন, খুব দ্রুত পিচ ঢালায়ের কাজ সম্পন্ন করা হবে।

রাস্তার অভাবে নবীনগর সদর থেকে বিচ্ছিন্ন থাকা ৫ টি ইউনিয়নকে যুক্ত করেছে এ সড়কটি। নবীনগরের অবহেলিত পূর্বাঞ্চল হিসেবে পরিচিত এ অঞ্চলটি সড়কটির কারনে অচিরেই পাল্টে যাবে সার্বিক চিত্র। দীর্ঘ দিনের দাবি পূরণ হওয়ায় এবাদুল করিম বুলবুল এমপির নামে স্লোগান দিয়ে আনন্দ মিছিল করেছে পূর্বাঞ্চলবাসী৷

উদ্বোধনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য মোঃ নাছির উদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, নবীনগর বাজার কমিটির সভাপতি মনির হোসেন, উপজেলা আ. লীগের সাবেক মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নজুসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় প্রিন্ট ও অন-লাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন