প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Published by

on

সঞ্জয় শীল, নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া)  প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকির প্রতিবাদে উপজেলা আওয়ামিলীগ ও  অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।


জেলা পরিষদ সদস্য মোঃ নাছির উদ্দিন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা আওয়ামিলীগ এর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম মারুফুর রহমান, পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর গনিচান মকসুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শামীম রেজা, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সাইদ,  উপজেলা শ্রমিকলীগের সভপতি ফুরকান উদ্দিন মৃধা, আশরাফ হোসেন জনি, সুমন উদ্দিন,  মাজেদুল ইসলাম মাজেদ সহ দলীয় নেতা কর্মীরা।

উল্লেখ্য রাজশাহী জেলা বি এন পির আহবায়ক আবু সাইদ চাঁদ প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়।


বক্তারা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তীব্র নিন্দা জানান।


এসময় প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন