ঝড়ে পড়ে যাওয়া গাছ চাপায় মৃতের পরিবারকে পৃথকভাবে চেক হস্তান্তর

Published by

on

সঞ্জয় শীল, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কোনাঘাট মোড়ে গত ২৩/০৫/২০২৩ইং এ ঝড়ে পড়ে যাওয়া গাছের চাপায় সি এন জি চালক আলী আহাম্মদ এর মৃত্যুর ঘটনায় তার পরিবারকে পৃথকভাবে চেক হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ এন ও)  একরামুল সিদ্দিক ও পৌর মেয়র এডভোকেট শিব শংকর দাশ।


বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ এন ও) একরামুল সিদ্দিক তাঁর কার্যালয়ে মৃত ব্যক্তির পরিবারের হাতে ২৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন ও পরপর পৌরমেয়র এডভোকেট শিব শংকর দাশ তাঁর কার্যালয়ে মৃত ব্যক্তির পরিবারের হাতে ২৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন।


চেক গ্রহন করেন মৃত ব্যক্তির স্ত্রী পপি বেগম।

উল্লেখ্য যে নিহাদ (৪) ও ওমর ফারুক ( ৬ মাস) নামে মৃত আলী আহাম্মদ এর দুই সন্তান রয়েছে।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন