ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতাকে হত্যা

Published by

on

ছবি: সংগৃহীত


ডেস্ক রিপোর্ট : মটর সাইকেলের চাবি নিয়ে বাকবিতণ্ডার জেরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

নিহত ইকরাম আহমেদ (৩০) সরাইলের নোয়াগাঁও ইউনিয়নের তেরাকান্দা গ্রামের মাসুদ আহম্মেদের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ইকরাম আহমেদ ঢাকা উত্তর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রেদোয়ান আনসারী রিমুর অনুসারী ছিলেন। আর অভিযুক্ত রায়হান রিমুর দূর সম্পর্কের আত্মীয় হন। সেই সুবাদে ইকরাম ও রায়হান দুজনেরই তার বাড়িতে যাওয়া-আসা ছিল।

বুধবার সন্ধ্যার দিকে মোটরসাইকেলের চাবি নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে রায়হান ইকরামের বুকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অভিযুক্ত রায়হান (২৭) কে আটক করেছে পুলিশ। রায়হান ঢাকার বংশাল এলাকার বাসিন্দা।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, ইকরাম ও রায়হানের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে ইকরামকে ছুরিকাঘাত করেন রায়হান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হান ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এদিকে, ইকরাম হত্যার প্রতিবাদে ও এর দ্রুত বিচারের দাবিতে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের প্রধান সড়ক হাসপাতাল রোড বন্ধ করে বিক্ষোভ করে।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন