
রেজাউল হক রহমত, নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার বাজেট পেশকালে বিভিন্ন উন্নয়নমূলক কাজে পৌরবাসীরপরামর্শ ও সহযোগিতা চান পৌর মেয়র এড. শিবশংকর দাস।
মঙ্গলবার (২০-৬-২৩) সকালে নবীনগর পৌরসভার মেয়রের কার্যালয়ে ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট পেশকালে পৌর মেয়র এড. শিবশংকর দাস এ কথা বলেন।
নবীনগর পৌরসভার ২৩- ২৪ অর্থবছরের মোট প্রস্তাবিত বাজেট একাশি কোটি ষোল লক্ষ পয়তাল্লিশ হাজার তিনশত চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ঘোষণা করেন পৌরমেয়র এড. শিব শংকর দাশ।
বাজেটে রাজস্ব খাতে আয় সাত কোটি আঠারো লক্ষ একাত্তর হাজার তিনশত সাতষট্টি টাকা পনেরো পয়সা ও উন্নয়ন খাতে তিয়াত্তর কোটি সাতানব্বই লক্ষ চুয়াত্তর হাজার সাতাইশ টাকা পয়তাল্লিশ পয়সা।
প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় আশি কোটি তেপ্পান্ন লক্ষ ছয় হাজার টাকা,
এতে রাজস্ব খাতে ব্যয় ছয় কোটি পঞ্চান্ন লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা ও উন্নয়ন খাতে তিয়াত্তর কোটি সাতানব্বই লক্ষ দশ হাজার টাকা ধরা হয়েছে।
বাজেটে মোট উদ্বৃত্ত হিসাবে তেষট্টি লক্ষ উনচল্লিশ হাজার তিনশত চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা। এতে রাজস্ব খাতে বাষট্টি লক্ষ পচাত্তর হাজার তিনশত সাতষট্টি টাকা পনের পয়সা ও উন্নয়ন খাতে চৌষট্টি হাজার সাতাইশ টাকা পয়ত্রিশ পয়সা।
পৌর মেয়র এডভোকেট শিব শংকর দাশের সভাপতিত্বে পৌর সচিব বেলজুর রহমান খানের সঞ্চালনায় এতে বক্তব্য ও পরামর্শ প্রদান করেন
উপজেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সালাউদ্দিন বাবু, পৌর আওয়ামিলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক খাইরুল আমিন, নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, হিসাব রক্ষণ কর্মকর্তা জামাল উদ্দিন, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, জালাল উদ্দিন মনির, পিয়াল হাসান রিয়াজ সহ অন্যান্যরা।
এসময় নবীনগরের সুশীল সমাজ, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এখানে আপনার মন্তব্য রেখে যান