বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টের অনুর্ধ্ব ১৭ বালকদের ফাইনাল অনুষ্ঠিত

Published by

on

ডেস্ক নিউজ: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনূর্ধ্ব ১৭ বালকদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

২-০ গোলে ফাইনালে বিজয়ী হয় সলিমগঞ্জ ইউনিয়ন একাদশ ও রানার্স আপ হয় নবীনগর পশ্চিম ইউনিয়ন একাদশ।

বুধবার (২১-৬-২৩) বিকেলে ফাইনাল খেলাটি উদ্ভোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, নবীনগর থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার, ওসি (তদন্ত) মোঃ সোহেল, উপজেলা যুবলীগের সভাপতি শামস আলম, ইউপি চেয়ারম্যান নুর আজম, নবীনগর পশ্চিম ইউপির আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সলিমগঞ্জ ইউপির প্যানেল চেয়ারম্যান সেলিম এলাহী, নবীনগর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড ইসহাক মিয়াসহ অন্যান্যরা।

নবীনগর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুর রহিম সাগরের সার্বিক তত্ত্বাবধানে খেলায় রেফারির দায়িত্ব পালন করেন প্রভাষক সাইদ আহমেদ, অবসরপ্রাপ্ত সার্জেন্ট জহিরুল হক, ডাক্তার শ্যামল ও অবসরপ্রাপ্ত কর্পোরাল দুলাল মিয়া।

সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টুর্নামেন্টের সভাপতি একরামুল সিদ্দিক সকলকে ধন্যবাদ জানিয়ে নবীনগর উপজেলার চ্যাম্পিয়ন দলকে জেলা পর্যায়ে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করার উৎসাহ প্রদান করেন।

এ সময় প্রিন্ট ও অন-লাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন