বিদ্যুৎতের ব্যবহারে সচেতন হতে এমপির আহবান

Published by

on

ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে আ. লীগ কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে জন্ম দিবস পালন শেষে পৌর সড়ক বাতি উদ্বোধন করেন এবাদুল করিম বুলবুল এমপি।

পৌর মেয়র এডভোকেট শিব শংকর দাসের আহবানে আ. লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এলইডি বাতির পৌর সড়ক বাতির উদ্বোধন করেন এবাদুল করিম বুলবুল এমপি।

এ সময় এবাদুল করিম বুলবুল এমপি বিদ্যুৎতের ব্যবহারে সকলকে সচেতন হতে আহবান করেন।

পৌর মেয়র এডভোকেট শিব শংকর দাস বলেন, নবীনগর পৌরসভার আলোক সজ্জা ও উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করছেন তিনি।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, উপজেলা চেয়ারম্যান মো: মনিরুজ্জামান মনির, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জেলা পরিষদ সদস্য মো: নাছির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, এডভোকেট সুজিত কুমার দেব, প্রণয় কুমার ভদ্র, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু, সাবেক ভাইস-চেয়ারম্যান মোশাররফ হোসেন সরকার, নবীনগর বাজার কমিটির সভাপতি মনির হোসেন, বীরগাঁও ইউপি আ. লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, উপজেলা ছাত্র লীগের সাবেক আহবায়ক পারভেজ আহমেদ, পৌর কাউন্সিলর আল-মামুন সরকার, পৌর কাউন্সিলর শ্যামল, পৌরসভার কর্মকর্তা-কর্মচারিসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন