নবীনগরে সেতু উদ্বোধনের আগে পরিদর্শন করলেন এবাদুল করিম বুলবুল এমপি

Published by

on

সায়েদুর রহমান রাসেল, ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নবীনগর টু আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সদরের সড়কের তিতাস ও বুড়ি নদীর মোহনায় নির্মিত উপজেলার এ যাবৎ কালের সবচেয়ে বড় সেতু উদ্বোধনের আগে পরিদর্শন করলেন এবাদুল করিম বুলবুল এমপি।

শনিবার (২৪-৬-২৩) সকালে নব নির্মিত মনতলা টু সীতারামপুর ব্রীজের দক্ষিণ পাশ দিয়ে এবাদুল করিম বুলবুল এমপি, স্থানিয় নেতাকর্মী ও জনসাধারণকে বহনকারি গাড়ি বহর উত্তর পাশে নিয়ে উদ্বোধনের আগে পরিদর্শন করা হয়েছে।

সেতুর দুই পাড়ের গ্রামবাসীর উষ্ণ অভ্যর্থনা ও স্লোগানে এমপিকে স্বাগত জানানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর ও গুরুত্বপূর্ণ নৌ বন্দর ও বানিজ্যিক শহর আশুগঞ্জ থেকে বিচ্ছিন্ন থাকা নবীনগর উপজেলার জন্য সেতুটি একটি মাইলফলক হিসেবে কাজ করবে। লঞ্চ, নৌকা আর গোদারার বদলে এখন সড়ক পথে দ্রুত মালামাল ও যাত্রী সাধারনের যাত্রায় সহজতর হয়ে উঠবে। তাছাড়া নবীনগরের বিচ্ছিন্ন থাকা উত্তর অঞ্চলের মানুষ প্রতিদিন গোদারাতে আসা যাওয়ায় ২০ টাকা বাঁচার পাশাপাশি মোটরসাইকেল পারাপারে ১০০ টাকা বেঁচে যাবে। এতে খুশি উক্ত অঞ্চলের সর্ব স্তরের মানুষ।

শিবপুর রাধিকা সড়ক ও সীতারামপুর- মনতলা ব্রিজ পরিদর্শনে এসে জনগণের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা আনার জন্য জনগণের কাছে নৌকার পক্ষে ভোট চাইলেন জনাব মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: মনিরুজ্জামান মনির, ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জেলা পরিষদ সদস্য মো: নাছির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, বীরগাঁও ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন সহ অন্যান্যরা।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন