নবীনগরে ৫০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পূর্ণমিলনী অনুষ্ঠিত

Published by

on

সায়েদুর রহমান রাসেল, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ নবীনগর স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সারা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবাগত ৫০ জন শিক্ষার্থীদের সংবর্ধনা ও পূর্ণমিলনি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ লা জুলাই ২০২৩) সকালে উপজেলা মিলনায়তনের নতুন ভবনে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাশেদুল খন্দকার ও দপ্তর সম্পাদক হাসনা বেগম আশা’র সঞ্চালনায় স্মৃতিচারণ, দিক নির্দেশনামূলক বক্তব্যসহ নবাগতদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেন প্রথা বিরোধী লেখক ও কবি কামরুল হুদা পথিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মনজুরুল আলম, নবীনগর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, প্রফেসর শুকলা ভট্টাচার্য, এসোসিয়েট প্রফেসর তাসলিমা আক্তার, কবি শামশাম তাজিল, আমির হোসেন কামাল, নুরুন্নাহার বেগম, মো: ইমান শাহীন, রাজিব আহসান পাপ্পু চৌধুরী, প্রণয় সাহা, জিয়াউল হক জিয়া, সগীর আহমেদ, মোস্তফা কামাল, শাহাজামাল, রাশেদুল হাসান রাজিব, আজহারুল হক পিন্টু, সারোয়ার আলম, মিজানুর রহমান বিপুল, নবীনগর সরকারি কলেজের প্রফেসর নিলুফার ইয়াসমিন, ইঞ্জিনিয়ার আব্দুল্লা আল মামুন, শোভন সাহা, রেদোয়ান রেদু, ইমদাদুল হক সরকার, ইমাম হোসেন হৃদয়, এসোসিয়েশনের সভাপতি আরজু আহমেদ, সাংগঠনিক মো: হাফিজুর রহমানসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন