নবীনগরের রসুল্লাবাদে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন

Published by

on

মোঃ রেজাউল হক রহমত, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউ এ খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি ২০০১ ব্যাচের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষকদের ব্যবহার্যে প্রয়োজনীয় আসবাবপত্র প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

রসুল্লাবাদ ইউ এ খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল হকের সভাপতিত্বে ও ২০০১ ব্যাচের শিক্ষার্থী উজ্জল আহাম্মেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মনির হোসেন ও সাবেক চেয়ারম্যান আলী আকবর এবং ২০০১ ব্যাচের শিক্ষার্থী জাকির খান, নজরুল ইসলাম, সুব্রত দাস, ইঞ্জিনিয়ার কামাল হোসেন, সাংবাদিক রাসেল আহম্মেদ সোহাগ, সৈকত আহাম্মেদ সংবাদকর্মী মাজহারুল ইসলাম বাদল সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলী।

বক্তব্য শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফলজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।

প্রধান অতিথির বক্তব্যে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক বলেন, ২০০১ ব্যাচ কর্তৃক আয়োজিত এ কার্যক্রম সত্যিকার অর্থে প্রসংশার দাবিদার। ২০০১ ব্যাচের মত স্কুলের অন্যান্য ব্যাচগুলোও যদি বিদ্যালয়ের উন্নয়নে এগিয়ে আসে তাহলে এই বিদ্যালয়ের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন