“ভোটের পরে আর আইবাণী”, বলা বৃদ্ধার খুঁজে এমপির আক্ষেপ!

Published by

on

সায়েদুর রহমান রাসেল, ডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বড়াইল ইউনিয়নের চর গোঁসাইপুর গ্রামে শান্তি সমাবেশে এবাদুল করিম বুলবুল এমপি বক্তব্য প্রদান কালে “ভোটের পরে আর আইবানি”, বলা এক বৃদ্ধার খোঁজে আক্ষেপ করে স্মৃতি কাতর হয়ে পড়েন। গত জাতীয় সংসদ নির্বাচনে প্রচারকালীন সময়ে এই ঘটনা ঘটে বলে তিনি জানান। বৃদ্ধার কথা রাখতে অজ্ঞাত এই বৃদ্ধার সাথে নির্বাচন পরবর্তী আবার দেখা করতে না পারলেও নবীনগরের প্রতিটি মানুষের কল্যানে কাজ করতে সরে জমিনে চষে বেড়াচ্ছেন বলে জানান তিনি।

শনিবার (১৫-০৭-২৩) বিকালে গোঁসাইপুর গ্রামের ঈদগাহ মাঠে আয়োজিত শান্তি সমাবেশে এবাদুল করিম বুলবুল এমপি বলেন, নারীরা এখন অনেক এগিয়ে গেছে। নারীরা এখন বিসিএস ক্যাডার হচ্ছে। স্বামীর কোন কাজ না থাকলেও নারীরা চাকরি করে সংসার চালাচ্ছে। ছেলে-মেয়েদের লেখা পড়াই পারে সকল বিশৃঙ্খলা দূর করতে।

এবাদুল করিম বুলবুল এমপি নবীনগরে চলমান ও শেষ পর্যায়ের প্রায় ২২শ ৫০ কোটি টাকার উন্নয়নমূলক কাজের বর্ণনা করে নবীনগরের উন্নয়নে আর কি কি করা যায় সে সম্পর্কে পরামর্শ চান।

জেলা পরিষদ সদস্য মোঃ নাছির উদ্দিনের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এড. সুজিত কুমার দেবের সভাপতিত্বে এতে আরো বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, নবীনগর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন, বড়াইল ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন সহ অন্যন্যরা।

এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নজু, নবীনগর সরকারি কলেজের সাবেক জিএস মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নিয়াজুল হক কাজলসহ অন্যান্যরা।

সহস্রাধিক স্থানিয় জন-সাধারণ ও নেতাকর্মীদের সামনে দুই দলের মধ্যে সংঘটিত দাঙ্গা হাঙ্গামার ঘটনায় দুই দলের লোকদের কোলাকুলির মাধ্যমে নিষ্পত্তি করেন ও অদূর ভবিষ্যতে কেউ যেন আর দাঙ্গা-হাঙ্গামায় জড়িয়ে না পড়েন সেজন্য শপথ করান।

এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন