নবীনগরনামার উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত

Published by

on

সায়েদুর রহমান রাসেল, ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আলীয়াবাদস্থ জেলা পরিষদ বাস স্টেশনে “নবীনগরনামা” সামাজিক সংগঠনের উদ্যোগে ফলদ ও বনজ ১ হাজার বৃক্ষের চারা গাছ বিতরণ করা হয়েছে।

মিলাদ ও দোয়া শেষে নবীনগরনামা সামাজিক সংগঠনের ১০ বছর পূর্তিতে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম সবুজ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রধান করেন কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জসিম, সংগঠনের অন্যতম সদস্য সোহেল তানভীর, সুমন উদ্দিন, আলমগীর হোসেন, মাওলানা আমির হোসেন।

এতে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক ও চিত্রশিল্পী সঞ্জয় শীল, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক রেজাউল হক রহমত, দপ্তর সম্পাদক সাংবাদিক সায়েদুর রহমান রাসেলসহ অন্যান্যরা।

রেজাউল করিম সবুজ বৃক্ষ নিতে আসা কোমলমতি শিশুদেরকে বৃক্ষের প্রয়োজনীয়তা, উপকারিতা ও বৃক্ষ রোপণ নিয়ে দিক নির্দেশনামূলক বর্ণনা করেন।

আশরাফুল হক বলেন, আমরা প্রতি বছরের ন্যায় দীর্ঘ ১০ বছর ধরে নবীনগরের আঞ্চলিক ভাষা সংরক্ষণ-চর্চা, অর্থনৈতিকভাবে অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো, করোনা কালিন সময়ে অক্সিজেন ও খাদ্য সহায়তা, চিকিৎসা সহায়তা, বৃক্ষ বিতরণসহ নানা জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছি, ইনশাআল্লাহ সব সময় করে যাওয়ার চেষ্টা করবো। আপনাদের দোয়া ও ভালবাসাই আমাদের শক্তি।

আনুষ্ঠানিকতা শেষে ১ হাজার ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা গাছ বিতরণ করা হয়েছে। এ সময় স্থানিয় জন-সাধারণসহ প্রিন্ট ও অন-লাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন