
রেজাউল হক রহমত, স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি মেলায় বক্তব্য কালিন সময়ে উপস্থিত সকলের ও নবীনগরবাসীর উদ্দেশ্য “আপনারা আমার শক্তি” বলে উল্লেখ করেন এবাদুল করিম বুলবুল এমপি।
শনিবার (২২-০৭-২৩) সকাল ১১ ঘটিকায় নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি অধিদপ্তরের উদ্যোগে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন (৩) দিন ব্যাপী কৃষি মেলার আয়োজনের উদ্ভোধনী দিনে এ কথা বলেন এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিকের সভাপতিত্বে পরিমল চন্দ্র দত্তের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন এবাদুল করিম বুলবুল এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জেলা পরিষদ সদস্য মোঃ নাছির উদ্দিন, কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, প্রণয় কুমার ভদ্র পিন্টু, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ভিপি মোশারফ হোসেন সরকার সহ অন্যান্যরা।
এবাদুল করিম বুলবুল এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এদেশের এক ইঞ্চি জমি যেন খালি না থাকে, সেখানে যেন ফসল উৎপাদন করা হয়। আপনারা পাশে থাকলে আপনারাই আমার শক্তি। আপনাদের নিয়েই বাংলাদেশ একদিন উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে।
এ সময় এমপি কৃষি বিপ্লব, কৃষি কাজের আধুনিক প্রযুক্তি, বর্তমানে চলমান দেশের উৎপাদন নিয়ে কথা বলেন।
বক্তব্য শেষে কৃষি মেলার বিভিন্ন স্টল ও প্রদর্শনি পরিদর্শন করেন। এ সময় স্থানিয় কৃষক, কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এখানে আপনার মন্তব্য রেখে যান