আল্লামা মামুনুল হক সহ সকল কারাবন্দি আলেমদের মুক্তির দাবীতে মানববন্ধন

Published by

on

রেজাউল হক রহমত, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরে আল্লামা মামুনুল হক সহ সকল কারাবন্দী আলেমদের মুক্তির দাবীতে নবীনগর তৌহিদী জনতার ব্যানারে আজ শুক্রবার (৪/৮/২০২৩) নবীনগর এস আর মসজিদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে, মুফতি বেলায়েতুল্লাহ কাসেমীর সভাপতিত্বে মাওলানা মেহেদী হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম নবীনগর উপজেলার সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, সেক্রেটারী মাওলানা আব্দুল কাঈয়্যুম ফারুকী, নবীনগর দাওয়াতুল হক পরিষদের সেক্রেটারী হাফেজ মাওলানা মাকবুল হোসাইন, মাওলানা ফোরকান উদ্দিন নবীপুরী, হাফেজ মাওলানা সানাউল্লাহ, মাওলানা মুমিনুল হক ভূঈয়া, মাওলানা ফজলুর রহমান, মাওলানা মোকতার হোসাইন আমিনী, মাওলানা ফরহাদ হোসাইন ফরিদী, মাওলানা আব্দুর রউফ, হাফেজ সাদ-উল্লাহ, মুফতি আবু সুফিয়ান, মাওলানা মোফাজ্জল, হাফেজ রাকিবুল ইসলাম তাজ, মাওলানা আনোয়ার হোসাইন, মোঃ নিয়ামুল হুদা, মাওলানা কাউছার, হাফেজ কামরুল ইসলাম, মাওলানা রবিউল্লাহ, মাওলানা খালিদ সায়ফুল্লাহ সহ প্রমুখ বক্তারা আল্লামা মামুনুল হক সহ সকল কারাবন্দি আলেমদের মুক্তির দাবী করেন।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন