বিদেশী পিস্তল-গুলিসহ ১ ব্যক্তিকে পুলিশে দিল জনতা

Published by

on

রেজাউল হক রহমত, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বীরগাঁও বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ মামুন মিয়াকে নবীনগর থানা পুলিশের হাতে ধরিয়ে দিল সাধারণ জনতা। স্থানিয় জনসাধারণ ও পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদীর রায়পুরার বরকত উল্লাহ ছেলে মামুন মিয়াকে বিদেশী পিস্তল ও গুলিসহ সাধারণ জনতা আটক করে পুলিশের কাছে দিয়ে দেয়। অস্ত্র আইনে মামুন মিয়াকে ০৪/০৮/২০২৩ ইং আটক ও ০৫/৮/২০২৩ ইং এ জেলা জেল হাজতে প্রেরণ করা হয়।

মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার বীরগাঁও ইউনিয়নের কেদার খোলা গ্রামে অপরিচিত এক যুবক ঘোরাঘুরি করছিল। সন্দেহ হওয়ায় পুলিশের খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় কেদার খোলা গ্রামের নদীর পাড় থেকে যুবককে পিস্তলসহ গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে নবীনগর থানায় নিয়ে আসা হয়। তিনি আরো বলেন, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে নবীনগর থানায় একটি মামলা করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন