আত্ম*হত্যা নাকি পরিকল্পিত হত্যা?

Published by

on

রেজাউল হক রহমত, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়ন গোয়ালী গ্রামে ইকরাম (১১), পিতা সোনালী নামে এক শিশুর গাছের সাথে ঝুলানো লাশ পাওয়া গেছে।

তিন ভাই বোনের মধ্যে ইকরাম মেজো। ২৫ আগস্ট শুক্রবার সকাল ১১ টায় এই ঘটনাটি ঘটে বলে জানা যায়।

পরিবারের সদস্য সহ এলাকাবাসীর অভিযোগ এটা কোনক্রমেই আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকান্ড। এলাকাবাসী সরেজমিনে গিয়ে দেখেন গলায় ফাঁশ লাগানো অবস্থায় ইকরামের দুই পা হাঁটু সহ মাঠিতে লাগানো ছিল।

নবীনগর থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম জানান, ময়না তদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদরে পাঠানো হয়েছে।

এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি করেন।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন