জেলায় বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Published by

on

ডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার শালগাঁও-কালিসীমা স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জেলা বিএনপির উদ্যোগে জেলা সদরে র‍্যালী শেষে কেক কেটে ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার সকালে শালগাঁও-কালিসীমা স্কুল এন্ড কলেজ মাঠে জেলার প্রতিটি উপজেলা থেকে দলে দলে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির আহবায়ক এড. এম এ মান্নানের সভাপতিত্বে আহবায়ক কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য তকদির হোসেন জসিম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য নুরে আলম সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, সহ-সাধারন সম্পাদক কে এম মামুনুর রশীদ, কৃষক দলের আহবায়ক আবু হানিফ শামিম, সদস্য সচিব জিল্লুর রহমান, তাজুল ইসলাম তাজু, জেলা ছাত্রদলের আহবায়ক শাহিনুল ইসলাম শাহিন, সদস্য সচিব সৌমিক চক্রবর্তী, নবীনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজমুল করিম, পৌর বিএনপির সভাপতি ওবায়দুল হক ভিপি লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা বিএনপির সা্যগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান, কৃষক দলের আহবায়ক হাজী মো: জহিরুল হক জুরু, বিএনপি নেতা দেলোয়ার হোসেন সোহেল, স্বেচ্ছাসেবক দলের ফারুক, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক তোজাম্মেল হক বকুল, বিএনপি নেতা মানজুরুল হক, তাঁতী দলের সভাপতি ইফতেখার খান মামুনসহ অন্যান্যরা।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন