
সায়েদুর রহমান রাসেল, ডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টর্নেডোর আঘাতে ২০ টি টিনশেড ঘর লন্ডভন্ড হয়ে গেছে। শুক্রবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লাল মিয়া পাড়া গ্রামের মেরাতলী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঝড়ে বেশ কিছু গাছ উপড়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
মেরাতলী গ্রামের বাসিন্ধা ফারুক মিয়া, জজ মিয়া ও জিল্লু মিয়া বলেন, নদী থেকে টর্নেডোর সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে তা গ্রামে আঘাত হানে। টর্নেডোয় আমাদের গ্রামের বাড়িঘর উড়িয়ে নিয়ে যায়। এসময় অসংখ্যা গাছপালা ভেঙে যায়।

স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল জানান, ভোর থেকেই ভারি ও মাঝারি আকারে বৃষ্টিপাত হচ্ছে।বিকেল ৪টার দিকে হঠাৎ করে মেরাতলী মাঠের দিক থেকে প্রচণ্ড বেগে একটি টর্নেডো ধেয়ে আসে। মুহূর্তেই এলাকার ২০ টিনশেড ঘরে আঘাত করে। এ সময় সাত থেকে আটটি বসতঘরসহ অনন্ত ১২টি বিভিন্ন ধরনের দোকান লন্ডভন্ড হয়। এছাড়া টিনের চালা উড়ে গিয়ে বিদ্যুতের খুঁটির তারের সঙ্গে জড়িয়ে পড়ায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি বিভিন্ন গাছের ডালপালা ভেঙ্গে বাড়ি ঘরের উপরে পড়েছে। ঘটনার পর সরাইল উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পরিদর্শন করেন।
এ ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দিন জানান, ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে। দ্রুতই প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে।
এখানে আপনার মন্তব্য রেখে যান