নবীনগরে ইসরাইলের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

Published by

on

মিয়া মোহাম্মদ রুবেল, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফিলিস্তিনের উপর ইসরাইলের  বিরুদ্ধে বর্বরোচিত হামলা ও নির্বিচারে গনহত্যার প্রতিবাদে সহস্রাধিক তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল করে।


শুক্রবার (১৩/১০/২০২৩) বাদ জুম্মা নবীনগরের সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে বিক্ষোভ মিছিলটি শহরের এস আর জামে মসজিদ থেকে শুরু করে আদালত চত্বর ঘুরে মাঝিকাড়া ব্রীজ হয়ে এস আর জামে মসজিদে এসে শেষ হয়।


নবীনগর এস আর জামে মসজিদের খতিব মাওলানা বেলায়েত উল্লাহর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন মাওলানা মেহেদী হাসান, মাওলানা মকবুল হোসেন আরো অনেকে।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন