নবীনগরে সরকারি চাকরিজীবীদের মাঝে জনবান্ধব ত্রিরত্ন!

Published by

on

সায়েদুর রহমান রাসেল, ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি চাকরিজীবীদের মধ্যে জনবান্ধব ত্রিরত্ন হিসেবে পরিচিত উপজেলা সমাজ সেবা কর্মকর্তা পারভেছ আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আজগর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন।

উনারা সকলেই স্ব স্ব প্রতিষ্ঠানে সরকারি বিধি মোতাবেক ও মানবিক মানুষ হিসেবে নবীনগরের আপামর জন সাধারনের জন্য কাজ করে যাচ্ছেন। উনাদের সেবায় সন্তুষ্ট নবীনগরবাসী তাদের ভুয়সী প্রশংসা করেন।

সরেজমিনে তিনটি অধিদপ্তরে গিয়ে দেখা গেছে, উল্লেখিত কর্মকর্তাদের অধীনে থাকা একাধিক কর্মচারিরা দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছেন।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক কর্মচারী জানান, আমরা যতটুকু সম্ভাব জনগনকে স্বচ্ছতার সাথে সেবা দিয়ে যাচ্ছি। মাঝে মাঝে লবিং, তদবির ও ফরমায়েশি কাজ নিয়ে ঝামেলা হলেও আমরা চেষ্টা করি জন সাধারনের যেন কোন ভোগান্তিতে পরতে না হয়।

এ বিষয়ে সেবা নিতে আসা একাধিক নেটিজেনজেনদের সাথে কথা বলে জানা গেছে অফিসারদের আচার-ব্যবহার ও কর্মকান্ডে খুশি তারা। নবীনগরে একাধিক অধিদপ্তর থাকলেও সাধারণ জনগনের সান্নিধ্য, প্রয়োজনীয়তা এই তিনটি প্রতিষ্ঠানের উপর বেশি থাকায় ব্যস্ততাও বেশি থাকে।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন