
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সাতমোড়া ইউনিয়নের চেচরাগ্রামের বশির মিয়ার ছেলে সৌরভ (১৬)। শিশু কালে তাকে হার্টের ছিদ্র অপারেশন করতেন নিয়ে যাওয়া হয়েছিল ঢাকা মেডিকেল কলেজে। সেখানে চিকিৎসাকালিন সময়ে ভুলের কারনে মস্তিষ্কের ক্রটিতে আজকে তার এই অবস্থা বলে জানা যায়।
সৌরভের পিতা বশির মিয়া জানান, ছোট বেলায় সে স্বাভাবিক ছিল। হার্টের ছিদ্রের চিকিৎসার জন্য ঢাকায় অপারেশন করতে যাওয়ার পর থেকে তার এই অবস্থা। হাই-পাওয়ার ঔষধ রি-এক্যাশন জনিত কারণে এমনটা হয়েছে বলে তারা ধারনা করেন।
প্রতিবেশী রহিম মিয়া বলেন, ছেলেটাকে দেখলে মায়া লাগে। কেউ খাবার না দিলে খেতে পারে না। মা-বাবা আছে বলে হয়তো খেতে পারে।
অন্য সব ছেলে-মেয়ের মতো জন্মের পর থেকে ৮ বছর যাবত সুস্থ-স্বাভাবিক থাকা সৌরভ আজ প্রতিবন্ধী! তার এখন নাম সৌরভ নয় এখন কেবল প্রতিবন্ধী।
সৌরভের মা বলেন, আর কোন বাবা-মায়ের সন্তান যেন ভুল চিকিৎসায় আমার ছেলের মতন না হয়।
বাংলাদেশে সরকার অস্বাভাবিক জীবন যাপন করা প্রতিবন্ধী শিশুদের “সুবর্ণ নাগরিক” হিসেবে ঘোষণা করেছেন।৷
নবীনগর উপজেলা সমাজ সেবা অফিসার মো: পারভেজ আহমেদ জানান, প্রতিবন্ধী শিশুদের সরকার নানা ভাবে সহযোগিতা করে আসছেন। তাদেরকে “সুবর্ণ নাগরিক” হিসেবে ঘোষণা করেছেন।
এখানে আপনার মন্তব্য রেখে যান