নবীনগরে পৃথক দুটি শান্তি সমাবেশ অনুষ্ঠিত

Published by

on

ডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক দুটি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নবীনগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মহিলা আওয়ামী লীগের নেত্রী নুরুন্নাহার বেগমের নেতৃত্বে ও জেলা পরিষদ ডাক বাংলো থেকে উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির ও জেলা পরিষদ সদস্য মোঃ নাছির উদ্দীনের নেতৃত্বে সমাবেশ শেষে সদরের প্রধান প্রধান সড়কে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২৮/১০/২৩) শনিবার ঢাকায় অনুষ্ঠিত বিএনপির সমাবেশে পুলিশের উপর হামলা ও হত্যার প্রতিবাদে স্লোগান দিতে দেখে যায়। সমাবেশ থেকে পুলিশের উপর হামলা ও হত্যার তীব্র নিন্দা জ্ঞাপন করে স্থানীয় সাংসদ এবাদুল করিম বুলবুল এমপির নেতৃত্বে নবীনগরে যে কোন অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় পৃথক দুটি শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন নবীনগর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইয়াবের হাসান জামিল, আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নজু, মহিলা আওয়ামী লীগ নেত্রী লুৎফুর নাহার, নবীনগর বাজার কমিটির সভাপতি মোঃ মনির হোসেন, রুসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আকবর, নবীনগর পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর গনি চাঁন মকসুদ, রাজিবসহ অন্যান্যরা।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন