
সায়েদুর রহমান রাসেল, ডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৩/১১/২৩) বিকাল ৪ টায় এড. সুজিত কুমার দেবের সভাপতিত্বে জেলা পরিষদ সদস্য মোঃ নাছির উদ্দীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মোঃ এবাদুল করিম বুলবুল এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, প্রণয় কুমার ভদ্র।
আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু, নবীনগর বাজার কমিটির সভাপতি মোঃ মনির হোসেন, নিয়াজুল হক কাজল, সাইফুর রহমান সোহেল, পৌর কাউন্সিলর গনি চাঁন মকসুদ, নাঈমসহ অন্যান্যরা।
এবাদুল করিম বুলবুল এমপি জেল হত্যায় শহীদ জাতীয় নেতাদের স্মরণ করে আওয়ামী আর্দশে উজ্জীবিত থাকতে বক্তব্য প্রদান করেন। এছাড়া বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও পরিস্থিতি তুলে ধরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগকে বিজয়ী করতে বক্তব্য দেন।
এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানিয় সুশীল সমাজ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এখানে আপনার মন্তব্য রেখে যান