আত্মবিশ্বাসী একজন ওবায়দুর

Published by

on

মিয়া মোহাম্মদ রুবেল, স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের চুউরিয়া গ্রামের লোকাল ইলেকট্রিকশিয়ান বা মেকানিক হিসেবে পরিচিত জীবন সংগ্রামে হার না মানা মোঃ ওবায়দুর রহমান (৩৬)।

১৪ বছর যাবৎ নবীনগর পৌরসভার মাঝিকাড়াস্থ কনিকাড়া নৌকা ঘাটে (দোকানে) বৈদ্যুতিক মালামল মেরামত করে আসছেন তিনি। বিশেষ করে ফ্যান, মটর, জেনারেটর মেরামত ও কয়েল বাঁধাইয়ের কাজ করে থাকেন। বর্তমানে স্থায়ীভাবে বসবাস করছেন নবীনগর পৌরসভাস্থ আলীয়াবাদ দক্ষিণ পাড়ায়। ৩ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক তিনি।

১১ বছর আগে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডান হাত হারান তিনি। দীর্ঘ দিনের অমানুষিক কষ্টের পর যখন সেরে উঠে ক্ষত, তখন পরিবারের একমাত্র উপার্জনকারি হিসেবে পরিবারের হাল ধরতে শুরু করেন ইলেকট্রিক কাজ দিয়ে।

অন্য কোন কাজ জানা না থাকায় ও পুজির অভাবে এক হাত দিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। প্রথম দিকে এক হাত দিয়ে কাজ করতে কষ্ট হলেও অভিজ্ঞতা আর একনিষ্ঠ শ্রমে এখন তিনি আগের মতই নিখুঁত ভাবে কাজ করে যাচ্ছেন।

হতাশাগ্রস্ত, বেকার মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন তিনি। তাকে দেখলে যেন মানুষের হতাশা কেটে যায়। কিছু একটা কর্মসংস্থান করে যেন বাঁচার তাগিদ খুঁজে পায় অন্যরা।

ওবায়দুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর হাতটা কেটে ফেলতে হয়েছে। অনেক দিন বেকার ছিলাম। কোনো কাজই করতে পারতাম না। এখন আল্লার রহমতে ভালো আছি।

পাশবর্তী হোটেল ব্যবসায়ী ফয়সাল মিয়া বলেন, মাশাল্লাহ অনেক সুন্দর কাজ করেন ইলা ( ওবায়দুর রহমান )।

রুবেল মিয়া নামে একজন বলেন, আমি তো প্রথমে উনাকে দেখে বিশ্বাসই করতে পারতেছিলাম যে উনি এক হাত দিয়ে ফ্যানের কয়েল বাঁধাই করতে পারবেন! পরে দাঁড়িয়ে থেকে উনার কাজ করতে দেখে আমি অবাক হয়ে যাই।

আত্মবিশ্বাসী ওবায়দুর রহমানের এক হাত দিয়ে কাজ করার দৃশ্য স্বাভাবিক মনে হলেও একদিকে অনেকের বিশ্বাস হারানো ও ধীর গতির কাজ হওয়ায় ও অন্যদিকে দ্রব্যমূল্যের উর্ধগতিতে কুলিয়ে উঠতে কষ্ট হচ্ছে তার।

সরকারি কিংবা বেসরকারি অনুদান অথবা ভাতার ব্যবস্থা করা হলে হয়তো কিছুটা সহজ হতো তার পারিবারিক জীবন।

এই অদম্য পরিশ্রমী ও একনিষ্ঠ অনুকরণীয় ব্যক্তি যিনি প্রতিক হয়ে উঠেছেন জীবন সংগ্রামের তার পাশে সজ্জন মানুষেরা এগিয়ে আসবেন বলে আশাবাদী এলাকাবাসী।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন