সলিমগঞ্জ ও বড়িকান্দি বালু মহালের ইজারা হস্তান্তর

Published by

on

সায়েদুর রহমান রাসেল, ডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সলিমগঞ্জ ও বড়িকান্দি বালু মহালের ইজারা মেসার্স মুন্সি এন্টারপ্রাইজের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৪-১১-২৩) দুপুর ২ঘটিকায় সলিমগঞ্জ ও বড়িকান্দি ইউনিয়নের জাফরাবাদ ও নতুন চরের বালু মহাল ২০২৪ সালের ১৩ এপ্রিল পর্যন্ত বালু উত্তোলনের জন্য নির্ধারিত ইজারাকৃত স্থান হস্তান্তর করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলাস্থ টেন্ডার প্রাপ্ত জেলার পৈরতলার শাহাদাত হোসেনের মেসার্স মুন্সি এন্টারপ্রাইজের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসময় নবীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম, সহকারী কমিশনার ভূমি মাহমুদা জাহানসহ সরকারি কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

তানভীর ফরহাদ শামীম জানান, ডিসি অফিস থেকে টেন্ডার প্রাপ্ত মেসার্স মুন্সি এন্টারপ্রাইজকে বালু মহালের ইজারার স্থান বুঝিয়ে দেয়া হয়েছে।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন