নবীনগরে বাদলের আগমনে দীর্ঘদিন পরে উৎসবমুখর আ. লীগ ও অঙ্গ সংগঠন

Published by

on

সায়েদুর রহমান রাসেল, ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আ.লীগের নমিনেশন প্রাপ্ত নৌকার জনপ্রিয় প্রার্থী ফয়জুর রহমান বাদল নমিনেশন রিটার্নিং পেপার দাখিলের জন্য আসলে আ. লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ সর্ব সাধারনের মাঝে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

সাবেক এমপি ও বর্তমান নৌকার মাঝি ফয়জুর রহমান বাদল স্পীডবোট যোগে নবীনগর বোট ঘাটে ভিড়লে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে এলাকা। বাজারের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের বাধভাঙ্গা ভীড় জমে উঠে।

ফয়জুর রহমান বাদলকে এক নজরে দেখার জন্য উপছেপড়া ভীড় সামলাতে হিমশিম খেতে হয়েছে স্থানীয় প্রশাসনকে।

ফয়জুর রহমান বাদল বলেন, “আমি কাজ পাগল মানুষ, আপনারা যার যার এলাকায় গিয়ে কাজ করেন। আপনাদের আবেগ-ভালবাসার কারনেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নমিনেশন দিয়েছেন। আপনারা সে সম্মান রক্ষা করুন। আমি আপনাদের পাশে থেকে নবীনগরে সার্বিক বিষয়ে কাজ করবো।”
সকল নেতাকর্মীকে নির্বাচনী আচরণ-বিধি মেনে চলতে সচেতন করেন।

এ সময় বাংলাদেশ হকি ফেডারেশন এর সাধারণ সম্পাদক একেএম মুমিনুল হক সাঈদ, নবীনগর পৌরসভার মেয়র শিবশংকর দাস, বর্তমান সাংসদ এবাদুল করিম বুলবুলের প্রতিনিধি গোলাম শাহরিয়ার বাদল, সাবেক জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন আহাম্মদ নসু, জহির উদ্দিন সিদ্দিক টিটো, উপজেলা আওয়ামী যুলীগের সভাপতি শামস আলমসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় জন সাধারণ উপস্থিত ছিলেন।

পরে ফয়জুর রহমান বাদল নবীনগর উপজেলা নির্বাচন কমিশনে নমিনেশনের রিটার্নিং পেপার দাখিল করেন।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন