
সায়েদুর রহমান রাসেল, ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গনে “বোধের গভীর থেকে সত্য শব্দের উচ্চারণ” স্লোগানে “বিজয়ের পঙক্তিমালা” শীর্ষক কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩.৩০ মিনিটে আরশীনগর সাহিত্য চক্র ও নবীনগর আবৃত্তি চর্চা কেন্দ্রের যৌথ উদ্যোগে জাতীয় সংগীত ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্ম ত্যাগের প্রতি ১ মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে কবিতা আবৃত্তি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক ও আবৃত্তি শিল্পী শুভেন্দু চক্রবর্তী শুভ’র সঞ্চালনায় ও মাসুদ রানার সভাপতিত্বে এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম শাহন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিবশংকর দাস, সাংবাদিক আবু কামাল খন্দকার, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর সরকারি কলেজের বাঙলা বিভাগের অধ্যাপক একেএম রাশেদুল হক ও “মনার বচন” খ্যাত ছোট কবিতার লেখক ডিএমআরটিডিপির উপ-সচিব ও প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামান, কবি শামশাম তাজিল, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌরাঙ্গ দেব নাথ অপু, সাংবাদিক মিঠুন চৌধুরী, সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সঞ্জয় শীলসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা মহান মুক্তিযুদ্ধ, দেশের মানুষ ও ইতিহাস নিয়ে আলোচনা শেষে উপস্থিত শিশুদের কন্ঠে কবিতা আবৃত্তি ও গান অনুষ্ঠিত হয়েছে।
এখানে আপনার মন্তব্য রেখে যান