নবীনগরে মহান বিজয় দিবস উপলক্ষে থানা পুলিশের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন

Published by

on

সায়েদুর রহমান রাসেল, ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নবীনগর থানা পুলিশের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ইউনিয়ন ভিত্তিক কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।


রবিবার ( ৩/১২/২০২৩) নবীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহাবুব আলমের সভাপতিত্বে নবীনগর থানার ওসি ( তদন্ত) সজল কান্তি দাশ খেলাটি উদ্ভোধন করেন।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সিরাজুল ইসলাম নবীনগর সার্কেল।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হান্নান সেকেন্ড অফিসার নবীনগর থানা , এস আই আক্কাস আলী রুবেল, এস আই মিজানুর রহমান, এস  আই মনিরুল ইসলাম (২), এস আই মহিউদ্দিন পাটোয়ারী, এস আই আবু বক্কর সিদ্দিক, এস আই সাজ্জাদ হোসেন সহ নবীনগর থানার সকল অফিসার বর্গ।


কাবাডি প্রতিযোগিতার উদ্ভোধনী দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের অংশগ্রহণে “এ” গ্রুপের বিজয়ী দল নবীনগর পশ্চিম ইউনিয়ন  ও “বি” গ্রুপের বিজয়ী দল বিটঘর ইউনিয়ন।


এতে আরো উপস্থিত ছিলেন , নবীনগর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি রেজাউল হক রহমত, সাধারণ সম্পাদক সায়েদুর রহমান রাসেল সহ আরো অনেকেই।


উক্ত খেলাটি পরিচালনা করেন আব্দুর রহিম সাগর। পরিচলনায় সহকারী হিসাবে দ্বায়িত্ব পালন করেন শ্যামল দাশ ও সার্জেন্ট জহুিরুল ইসলাম। সহস্রাধিক দর্শক টান টান উত্তেজনায় এই কাবাডি প্রতিযোগিতাটি উপভোগ করেন।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন