
সায়েদুর রহমান রাসেল, ডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের আউটডোর মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে নবীনগর থানার আয়োজনে কাবাডি প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪/১২/২০২৩) নবীনগর পশ্চিম ইউনিয়ন বনাম বিটঘর ইউনিয়নের টান টান উত্তেজনাপূর্ণ এই খেলায় বিটঘর ইউনিয়ন বিজয়ী হয়েছে।
নবীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহাবুব আলমের সভাপতিত্বে নবীনগর থানার ওসি ( তদন্ত) সজল কান্তি দাশের সঞ্চালনায় উত্তেজনাপূর্ণ এই কাবাডি প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম, অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল মোঃ সিরাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট মাহমুদা জাহান, নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান (ভি.পি), বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ মনির হোসেন, বিটঘর ইউ পি চেয়ারম্যান মেহেদী জাফর দস্তগীর, নবীনগর পশ্চিম ইউ পি চেয়ারম্যান নূর আলম (নূর আজ্জম) প্রমূখ।
উক্ত খেলাটি পরিচালনা করেন নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রহিম সাগর, পরিচলনায় সহকারী হিসাবে দ্বায়িত্ব পালন করেন শ্যামল দাশ ও সার্জেন্ট জহুিরুল ইসলাম।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদলের হাতে কাপ ও মেডেল তুলে দেন।
এখানে আপনার মন্তব্য রেখে যান